
ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট
নব্বইয়ের দশকের সাড়া জাগানো চিত্রনায়িকা মুনমুন। এখন চলচ্চিত্রের পর্দায় তাকে খুব বেশি দেখা না গেলেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। দম ফেলার ফুসরত নেই তার। করোনার কারণে হঠাৎ করে সবগুলো স্টেজ শো বাতিল হয়েছে। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন এই নায়িকা।
বাসায় বসে ভক্তদের ভিডিও বার্তায় সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মুনমুন। তিনি বলেন, ‘করোনা সম্পর্কে আমরা কম-বেশি এখন সবাই জানি। বর্তমান অবস্থায় করোনা থেকে মুক্তির একমাত্র পথ সচেতনতা। আর তাই আমাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি এখন আমার ঘরেই বন্দি আছি। সিদ্ধান্ত নিয়েছি করোনা নির্মূল না হওয়া পর্যন্ত ঘরেই থাকব। আপনারা নিজেদের ঘরে বন্দি থাকুন। পরিবারকে সময় দিন।’
Posted ১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar