
ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২০ | প্রিন্ট
জার্মানির হেসের স্টেট মিনিস্টার থমাস শেফারের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৯ মার্চ) ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড রেল লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। খবর ডয়েচে ভেলের।
জার্মান পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে স্ত্রীর জন্য তিনি একটি নোট দিয়ে যান বলে খবর প্রকাশ করেছে জার্মানির দৈনিক ফ্রাঙ্কফুর্ট অ্যালজেমিন জেইতুং। ওই নোটে তার এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত আছে।
তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছে। এই পরিস্থিতি মানুষের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি তিনি দেখছিলেন। আর এই কাজ করতে গিয়ে চরম অবসাদে ভুগছিলেন তিনি। একারণেই আত্মহত্যার পথ বেচে নিয়ে থাকতে পারেন ৫৪ বছর বয়সী থমাস শেফার।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, জার্মানিতে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৫৫২ জনের শরীরে। সব মিলিয়ে মারা গেছেন ৪৫৫ জন।
Posted ৯:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar