জবি প্রতিনিধি | ২৯ মার্চ ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে ডি.সি(ফুড) সেফাউর রহমানের সৌজন্যে মাস্ক ও সাবান বিতরণ করেছে ছাত্রলীগ।
এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।
মাস্ক এবং সাবান বিতরনকালে উপস্থিত ছিলেন রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ পিনু, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সদস্য মেজবা আলম, রাতইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিকাইল হোসেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মোল্যা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস দিদার, এবং রাতইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব কাজী, সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।