
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনা মোকাবিলায় ও জনসেবা নিশ্চিতে দেশের জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে এক হাজারেরও বেশি চিকিৎসককে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। পদায়নের দিনেই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে তাদের, না হলে পরেরদিনই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।আদেশের আগ পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হেলথ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। ৪ ও ৫ জুলাই এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
প্রজ্ঞাপনগুলোতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলেই থাকবেন।এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানিয়েছেন, করোনাকালীন সঙ্কট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar