
| বুধবার, ৩০ জুন ২০২১ | প্রিন্ট
করোনা ভাইরাস মহামারি মোকাবিলা ও ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে আরও চার কোটি ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর পিটিআই। এ নিয়ে মোট সহায়তার পরিমাণ বেড়ে ২০ কোটি ডলার বা ১৬৯৭ কোটি টাকা ছাড়াল।
গত এপ্রিল ও মে মাসে ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে। এ সময় দেশটিতে প্রতিদিন নতুন করে তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এতে হাসপাতালে অক্সিজেন ও বেডের চরম ঘাটতি দেখা দেওয়ায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) জানায়, ভারতের এই জরুরি প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র দেশটির সহযোগিতায় আন্তরিকভাবে এগিয়ে আসে এবং কভিড-১৯ মহামারি মোকাবিলা অব্যাহত রাখার অংশ হিসেবে বর্তমানে ওয়াশিংটন ভারতেরকরোনা ভাইরাস মহামারি মোকাবিলা ও ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে আরও চার কোটি ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর পিটিআই। এ নিয়ে মোট সহায়তার পরিমাণ বেড়ে ২০ কোটি ডলার বা ১৬৯৭ কোটি টাকা ছাড়াল।
গত এপ্রিল ও মে মাসে ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে। এ সময় দেশটিতে প্রতিদিন নতুন করে তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এতে হাসপাতালে অক্সিজেন ও বেডের চরম ঘাটতি দেখা দেওয়ায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) জানায়, ভারতের এই জরুরি প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র দেশটির সহযোগিতায় আন্তরিকভাবে এগিয়ে আসে এবং কভিড-১৯ মহামারি মোকাবিলা অব্যাহত রাখার অংশ হিসেবে বর্তমানে ওয়াশিংটন ভারতের জনগণের পাশে রয়েছে।
মহামারি মোকাবিলা ও ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে এ চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের স্বাধীন এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, কভিড-১৯ রোগ শনাক্তে পরীক্ষা করা, মহামারি সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া, সময় মতো হাসপাতাল সেবা গ্রহণের প্রচারণা চালানো এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা দিতে ইউএসএইডের সহায়তার অর্থ কাজে লাগানো হবে।
আরও বলা হয়, এই অতিরিক্ত অর্থের মাধ্যমে ইউএসএইড স্বাস্থ্য সেবা সরবরাহ চেইন ও ইলেকট্রনিক হেলথ ইনফরমেশন সিস্টেম শক্তিশালী, তাদের টিকাদান প্রচেষ্টায় সহায়তা এবং বেসরকারি খাতে ত্রাণ সচল ও সমন্বয় করতে ভারতের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখবে।
এ দিকে মঙ্গলবার মডার্নার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তাদের ভ্যাকসিন কর্মসূচি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও কোভ্যাক্সের পর নয়াদিল্লির অনুমোদন দেওয়া মডার্নার টিকা হচ্ছে চতুর্থ। ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত দেশ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে তিন কোটিরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে প্রায় তিন লাখ ৯৮ হাজার। জনগণের পাশে রয়েছে।
মহামারি মোকাবিলা ও ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে এ চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের স্বাধীন এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, কভিড-১৯ রোগ শনাক্তে পরীক্ষা করা, মহামারি সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া, সময় মতো হাসপাতাল সেবা গ্রহণের প্রচারণা চালানো এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা দিতে ইউএসএইডের সহায়তার অর্থ কাজে লাগানো হবে।
আরও বলা হয়, এই অতিরিক্ত অর্থের মাধ্যমে ইউএসএইড স্বাস্থ্য সেবা সরবরাহ চেইন ও ইলেকট্রনিক হেলথ ইনফরমেশন সিস্টেম শক্তিশালী, তাদের টিকাদান প্রচেষ্টায় সহায়তা এবং বেসরকারি খাতে ত্রাণ সচল ও সমন্বয় করতে ভারতের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখবে।
এ দিকে মঙ্গলবার মডার্নার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তাদের ভ্যাকসিন কর্মসূচি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও কোভ্যাক্সের পর নয়াদিল্লির অনুমোদন দেওয়া মডার্নার টিকা হচ্ছে চতুর্থ। ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত দেশ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে তিন কোটিরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে প্রায় তিন লাখ ৯৮ হাজার।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar