
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের মার্চ মাসের বেতন দান করেছেন সামিট কমিউনিকেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান ও তার স্ত্রী শায়েরা খান।
করোনা ভাইরাসের ভয়াবহতায় আর্তমানবতার সেবায় এ অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, সামিট কমিউনিকেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান গোপালগঞ্জ-১ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির ভাই।
এদিকে করোনা মোকাবিলায় গঠিত একটি তহবিলে বেতনের অর্ধেক টাকা দান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। তামিম, মাহমুদউল্লাহ, লিটনসহ চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটার ছাড়াও আর ১০ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দান করেছেন, যার পরিমাণ ৩১ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অর্থ অনুদান করবে।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar