
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
চীনের বাইরে যে কয়টি দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে ইরান তাদের মধ্যে একটি। এমন অবস্থায় ইরান জানিয়েছে, এই ভাইরাস মোকাবেলায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর জাওয়াদ জারিফ এমন কথা জানিয়ে বলেছেন, ইরান এবং বিশ্বের অন্যান্য দেশ এই কঠিন পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করবে।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী এলমার মোহাম্মদ ইয়াররভের সঙ্গে টেলিফোন সংলাপে একথা বলেন জারিফ। এ সময় দুই মন্ত্রী এ অঞ্চল এবং সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সম্মিলিত সহযোগিতার কথা তারা গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
ইরানে করোনাভাইরাস মোকাবেলায় আজারবাইজান যেসব উপকরণ পাঠিয়েছে তার জন্য জাওয়াদ জারিফ বাকু এবং সেদেশের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকা যতই বাধা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন ইরান এবং বিশ্বের অন্য দেশগুলো এই সঙ্কট মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar