
ডেস্ক | বুধবার, ১৮ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ তথ্য জানিয়েছেন।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে দেয়া এক বার্তায় জানান: ১৯ মার্চ সকাল সাড়ে ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে এক সংশোধনীতে কেন্দ্রীয় কার্যালয় থেকে সভা ধানমণ্ডিস্থ মোহাম্মদ নাসিমের বাসায় স্থানান্তর করার তথ্য জানানো হয় আওয়ামী লীগের দপ্তর থেকে। এরপর আসে বাতিলের ঘোষণা। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান: করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে আগামীকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ১৪ দলের সভা স্থগিত করা হয়েছে।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে আগামী ২০ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পূর্বনির্ধারিত কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
Posted ৯:১০ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar