সাইফুল ইসলাম | ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশের কবি জাকির জাফরান এর ‘নির্বাচিত কবিতা’র পাঠ অাজ ভারতের কলকাতার বই মেলায় উন্মোচন করা হয়েছে।
বইটির উন্মোচন অনুষ্ঠানের উদ্ভোধন করলেন দুই কিংবদন্তি কবি কালীকৃষ্ণ গুহ ও ডঃ তপোধীর ভট্টাচার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ফরিদ কবির।
এসময় উপস্থিত ছিলেন কবি জুয়েল মাযহার, সুব্রত সরকার, গৌতম গুহ রায়, শিমুল সালাহউদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, বইয়ের লেখক কবি জাকির জাফরান ও প্রকাশক মারুফ হোসেন।
বইটি প্রকাশ করে অভিযান পাবলিশার্স।