আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৫ মার্চ ২০১৭ | ৯:২১ অপরাহ্ণ
পানি নয়। কাঁদলে এই কিশোরীর চোখ দিয়ে বের হয় পাথর। ফলে ইয়েমেনের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সাদিয়া সালেহকে নিয়ে ছড়িয়েছে কুসংস্কারের গুজব। কাঁদলেই সাদিয়ার চোখ থেকে পড়তে থাকে ছোট ছোট পাথরকুচি।
প্রতিবেশীরা কেউ বলছেন, সাদিয়ার উপর অশুভ শক্তি ভর করেছে। কেউ আবার ভয় পাচ্ছেন, এটা কোনও মহামারীর লক্ষণ। চিকিৎসকরা বলছেন, সাদিয়া জটিল অসুখে আক্রান্ত। কিন্তু কী অসুখ, তা নিয়ে তারা বিভ্রান্ত।