আজকের অগ্রবাণী ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০১৭ | ১০:১৯ অপরাহ্ণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে সরকার তিন সদস্যের নতুন মেয়র প্যানেল মনোনয়ন দিয়েছে।
ডিএনসিসি মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় তার অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব পালনের জন্য সরকার এ মেয়র প্যানেল মনোনয়ন দেয়।
ডিএনসিসির সচিব দুলাল কৃঞ্চ সাহা জানান, ওসমান গণি ছাড়াও প্যানেল মেয়র হিসাবে মনোনীত অন্য দুইজন হলেন- ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের (৩১, ৩২ ও ৩৪ ওয়ার্ডের) কাউন্সিলর বেগম আলেয়া সরোয়ার ডেইজী।
ডিএনসিসি সূত্র জানায়, কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রাখতে সরকার এ মেয়র প্যানেল মনোনয়ন দেয়।