নিজস্ব প্রতিবেদক: | ০৬ আগস্ট ২০১৭ | ১১:২০ পূর্বাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গার ‘কামারগ্রাম কাঞ্চন একাডেমি’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সাতজনের মধ্যে নির্বাচিত চারজন হলেন- মো. জামাল সর্দার, মো. আমিনুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।
সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুর রহমান, আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, নোওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন।
উল্লেখ্য, আরিফুর রহমান দোলন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক।