অগ্রবাণী ডেস্ক | ২৬ জুন ২০১৭ | ৮:৪২ অপরাহ্ণ
খেলার কারণে আগেরবার বাড়িতে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে দেশে ফিরে সেই সুযোগ হলো।
ঈদের সময়টা পরিবারের সাথে কাটাতে গত ১৭জুন রাতে তিনি নিজ গ্রাম সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলায় তেঁতুলিয়ায় আসেন। আজ সোমবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ্ববর্তী তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ আদায় করেন তিনি।
সোশ্যাল সাইটের মাধ্যমে জাতীয় দলের এই তরুণ সুপারস্টার সকল ভক্ত, শুভাকাঙ্খীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যস্ত সফরসূচি শেষে বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবদের সাথে হাসি-আড্ডায় ঈদের দিনটি পার করছেন কাটার মাস্টার। এদিকে মুস্তাফিজকে কাছে পেয়ে এলাকাবাসীর ঈদ আনন্দ যেন আরো বেড়ে গেছে। সবাই দেখা করতে আসছেন, সেলফি তুলছেন। হাসিমুখেই সবার আবদার মেটাচ্ছেন মুস্তাফিজ।
সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের আমন্ত্রণে ডিনার পার্টিতে অংশগ্রহণের কথা রয়েছে মুস্তাফিজের। এছাড়া আর বাইরে যাওয়ার ইচ্ছা নেই তার। পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে বিশেষ দিনটি কাটাচ্ছেন দ্য ফিজ।
আগামী ৯ জুলাই তার ঢাকায় ফেরার কথা আছে। এসেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।