| ২৮ জানুয়ারি ২০২১ | ২:১৭ অপরাহ্ণ
নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার নাগরিক সংবর্ধনায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ বিপুল ভোটে নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার এ সংবর্ধনার আয়োজন করে।
এতে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়।
অনুষ্ঠানে নাগরিক সমাজের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে মেয়র আব্দুল কাদের মির্জাকে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ সংবর্ধনা আয়োজন কমিটির নেতারা।
এর আগে সংবর্ধিত অতিথি মেয়র আব্দুল কাদের মির্জা পুরো অনুষ্ঠান ঘুরে নেতাকর্মীদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।