নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর ২০১৯ | ৮:৫৩ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লা’র। এই কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে প্রথম পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনের প্রতিবাদে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠন দৈনিক সংগ্রামের অফিস ভাঙচুর করে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানার পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার বিকেল থেকে সংগঠনটি মগবাজারের এই অফিসে অবস্থান নেয়। এসময় পত্রিকাটির কয়েকটি কপি আগুনে পোড়ানো হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার মাধ্যমে তারা দেশের শহীদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। আমরা পত্রিকার মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।’ বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার এস আই সুব্রত জানান, আবুল আসাদকে কথা বলার জন্যে থানায় আনা হয়েছে। তিনি এখন থানায়ই আছেন। তবে তাঁর বিরুদ্ধে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করে নি।