অগ্রবাণী ডেস্ক | ৩১ মার্চ ২০১৭ | ২:৪২ অপরাহ্ণ
কানাডার টরেন্টো থেকে ফাহমি আরিফ রহমান নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টরন্টোর ‘সুগার বিচ’ সংলগ্ন এলাকা থেকে ফাহমির মরদেহ উদ্ধার করা হয়। গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ফাহমি।
ফাহমি টরন্টোর সাবিনা রহমান এবং আরিফ রহমান দম্পতির সন্তান।
জানা গেছে, ফাহমি দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছিলেন। এজন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। বিষণ্ণতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
-এলএস