অগ্রবাণী ডেস্ক | ১৫ মে ২০১৭ | ৮:১০ অপরাহ্ণ
কানের ড্রপের পরিবর্তে চোখের ড্রপ দেওয়ায় ওষুধ বিক্রির প্রতিষ্ঠান লার্জ ফার্মাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের সহাকারী পরিচালক ফাহমিনা আক্তার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক নারী তাদের কাছে লিখিত অভিযোগে বলেন, রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার লার্জ ফার্মায় কানের ড্রপ কিনতে যান। ওই ড্রপ কয়েকদিন ব্যবহারের পর তাঁর কানের ব্যথা আরো বৃদ্ধি পায়। পরে তিনি দেখতে পান, লাজফার্মা থেকে তাঁকে কানের ড্রপের পরিবর্তে চোখের ড্রপ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) অভিযোগ করেন। ক্যাব অভিযোগপত্রটি ভোক্তা অধিদপ্তরে দেয়।
সহাকারী পরিচালক ফাহমিনা আক্তার এনটিভি অনলাইকে জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান নিজেদের দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফাহমিনা আক্তার জানান, ভোক্তা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী অভিযোগকারীকে জরিমানাকৃত টাকার ২৫ শতাংশ দিয়ে দেওয়া হবে। টাকা দেওয়ার বিষয়ে লাজ ফার্মা দুইদিন সময় চেয়েছে।