হেলেনা জাহাঙ্গীর | ০৩ জুলাই ২০১৮ | ৫:৩১ অপরাহ্ণ
কান্না আছে বলে হাসিকে উপভোগ করতে পারি,কষ্ট আছে বলে সুখী হবার চেষ্টা করে থাকে সবাই,বিরহ আছে বলেই নতুন করে বাচার চেষ্টা করে সবাই।
রাত হয় বলেই কিন্তু আমরা দিনের অপেক্ষা করে থাকি,রাতের অন্ধকারে আলো দেখবো বলে দিনের অপেক্ষা করে থাকি।
দীর্ঘ দেড় মাস মালয়েশিয়ায় কাজ শেষ করে আজ ফাইনালি দেশে ফিরছি।এত লম্বা সময় কখনো দেশের বাহিরে থাকা হয়নাই।অনেক কাজ করবো প্রবাসী বাংগালীদের জন্য।
বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি যারা অবৈধভাবে বিদেশে শ্রমিক পাঠায় তাদেরকে খুঁজে বের করার জন্য এবং বিভিন্ন দেশের কারাগারে বন্দি অবস্থায় যারা আছে তাদেরকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তরিক অনুরোধ জ্ঞাপন করছি।বিত্তশালীদের কাছে অনুরোধ আপনারাও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ধন্যবাদ যারা মালয়েশিয়ায় আমাকে সময় দিয়ে,ভালবাসা দিয়ে,সম্পর্ক ও ভালবাসায় আবদ্ধ করেছেন।এই সম্পর্ক ইনশাআল্লাহ আজীবন চলমান থাকবে।