
| শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | প্রিন্ট
কারিনাকে বিয়ে করেও আগের স্ত্রী অমৃতাকে চিঠি লেখেন ছোট নবাব সাইফ আলী খান। ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু কারিনার সঙ্গে বিয়ের পর নাকি সাবেক স্ত্রীকে চিঠি পাঠান সাইফ। বিষয়টি নিজ মুখে স্বীকার করেছেন ওই বলিউড অভিনেতা।
করন জোহরের শো কফি উইথ করনে হাজির হয়ে সাইফ আলী খান জানান, কারিনার সঙ্গে বিয়ের দিন অমৃতাকে একটি চিঠি লেখেন তিনি। শুধু তাই নয়, অমৃতাকে যে চিঠি সাইফ লেখেন, তা সবার প্রথমে করিনাকেই পড়ান।
এসবের পাশাপাশি সাইফ আরও জানান, অমৃতাকে যাতে বিয়ের দিন সাইফ চিঠি লেখেন, সে বিষয়ে কারিনাই তাকে জোরাজুরি করেন। এদিকে, সাইফ যেমন দ্বিতীয় বিয়ের দিন অমৃতাকে চিঠি লেখেন, তেমনি সারাকেও তার বাবার বিয়েতে পাঠান ছোট নবাবের প্রথম পক্ষের স্ত্রী। আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা আনারকলি পরিয়ে সারাকে সাইফ-কারিনার বিয়ের আসরে পাঠান অমৃতা।
Posted ১০:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar