অগ্রবাণী ডেস্ক | ০৪ জুন ২০১৭ | ১০:৫১ পূর্বাহ্ণ
ডিজে ওয়ালে বাবু ফেম মডেল ও অভিনেত্রী নাতাশা স্টানকোভিক বিকিনি ছবি পোস্ট করে ঝড় তুললেন সোশাল মিডিয়ায়। কালো বিকিনিতে প্রেমিক সাম মার্চেন্টের সঙ্গে দেখা গেছে তাঁকে। ছবিতে তাদেরকে বেশ অন্তরঙ্গ দেখাচ্ছিল। শোনা যাচ্ছে, আবুধাবিতে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানেই ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ছবিগুলি তুলেছেন।
এর আগে ইয়ে হ্যায় মহাব্বতের আলি গনির সঙ্গে ডেট করতে দেখা গেছে নাতাশাকে। প্রায় একবছর দুজনের সম্পর্ক ছিল। ২০১৫ সাল নাগাদ ব্রেক আপ হয়ে যায়।
প্রকাশ ঝাঁর সত্যাগ্রহ ছবিতে একটি গানের আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছিল নাতাশাকে। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, কারিনা কাপুর সহ অনেকে। ডিজে ওয়ালে বাবু মিউজিক ভিডিও করে নজর কাড়েন নাতাশা। বিগ বস সিজন এইটে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে।