মোঃ মনিরুরল হাসান | ১৫ জুলাই ২০১৮ | ১২:১৮ অপরাহ্ণ
মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন(৩৫)কে হত্যার উদ্দেশ্যে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। রবিবার মধ্য রাতে এঘটনা ঘটে। আহত মেয়র এনায়েত হোসেনকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পৌর মেয়র এনায়েত হোসেন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে(আনুমানিক পোনে ২টা) মেয়র এনায়েত হোসেন ঘুমিয়ে থাকলে একটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল যোগে ১০/১২জন মুখোশপড়া দূর্বৃত্তরা বাড়ির পেছনের গেইট ভেঙ্গে প্রবেশ করে। এসময় তারা মেয়রের শয়ন কক্ষের জানালা ভেঙ্গে ঘুমন্ত মেয়রকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে। এতে মেয়র তাৎক্ষনিক তার বিছানায় থাকা সর্ট গান দিয়ে গুলি করে। কিন্তু দূর্বৃত্তরা কয়েকটি গুলি ও বোমার বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে মাথায় রক্তাক্ত মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মাথায় সেলাই দেয়া হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেয়র আরো জানান, আমার ধারনা আমার ছোড়া গুলি দূর্বৃত্তদের গায়েও লেগেছে। আমাকে মেরে ফেলতেই এ হামলা চালানো হয়েছে।
কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের উপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।