
আমানত ইসলাম পারভেজঃ | সোমবার, ১৫ জুন ২০২০ | প্রিন্ট
নড়াইলের কালিয়ায় সোমবার(১৫ জুন) সকালে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি টলির নীচে চাপা পড়ে মোঃ রমজান আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের জয়পুর নামক স্থানে এ ঘটনা ঘটেছে। সে জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। টলির চালক ও টলিটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন সকাল ১০ টার দিকে ইট বোঝাই করা টলি উপজেলার কলাবাড়িয়া থেকে কালিয়ার দিকে যাওয়ার পথে ওই সড়কের জয়পুর নামক স্থানে রমজান রাস্তা পার হওয়ার সময় টলিটি তাকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ রায় বলেছেন, টলিসহ টলির চালক উপজেলার বাবুপুর গ্রামের দাউদ শেখের ছেলে মো. হাসান শেখকে (২৮) আটক করা হয়েছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar