
আমানত ইসলাম পারভেজঃ | রবিবার, ২৯ মার্চ ২০২০ | প্রিন্ট
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় হতদরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার বাঐসোনা ইউনিয়নে হতদরিদ্র প্রায় ২শত পরিবারের মাঝে প্রাথমিক ভাবে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুদা, উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণ পদ ঘোষ, বাঐসোনা ইউপি চেয়ারম্যন মো: ফোরকান মোল্যা প্রমুখ।
এসময় নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বলেন,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । সংক্রামক প্রতিরোধ করতে সারা দেশে মানুষের চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সরকার লকডাউন ঘোষনা করেছে। এতে করে শ্রমজীবি ও দরিদ্র মানুষগুলো পড়তে শুরু করেছে অর্থাভাবে।প্রায় ২৫শত হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে সহয়তা দেওয়া হবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar