
আজগর পাঠান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | প্রিন্ট
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞান অবস্থায় ১১ বছরের এক অজ্ঞাত শিশুকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানা সূত্রে জানা গেছে রোববার কালীগঞ্জ উপজেলার আজমতপুরে (জয়দেবপুর,আজমতপুর ইটাখোলা) সড়কের পাশে ছেলেটিকে পাওয়া যায়। উদ্ধারের পর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার পুলিশের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির পরনে সাদা পায়জামা আর গায়ে লাল গেঞ্জি রয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথার সিটিস্ক্যানিং রির্পোট অনুযায়ী,রক্ত জমাট বাধার কারণে ছেলেটির অবস্থা খুবই আশংকা জনক। তবে এখনো পর্যন্ত ছেলেটির কোন পরিচয় পাওয়া যায়নি।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar