৬ই জানুয়ারি কালীগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের আলোচনা সভা ও প্রাক পৌর নির্বাচনের মেয়র প্রার্থী নৌকা প্রতিকের এস এম রবিন হোসেনের পরিচিতি অনুষ্ঠানের শেষ দিন আজ। ৬নং ওয়ার্ড আয়োজিত আজকের সভায় বরাবরের মত প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি। উক্ত সভায় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ এবং জেলা আওয়ামী লীগ নেতা আশরাফী মেহেদি হাসান আসন্ন পৌর নির্বাচনে নৌকা মার্কার জয়ের জন্য জ্বালাময়ী বক্তব্য দেন। মাননীয় এমপি পৌরসভার গুরুত্ব তুলে ধরেন এবং এর উন্নয়নের জন্য নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার উপর জোর দেন। নির্বাচনের আগে পৌরসভার প্রতিটি গ্রামে গ্রাম কমিটি করার নির্দেশ প্রদান করেন যাতে নেতা কর্মীরা আওয়ামী লীগের সুফল জনগনকে বুঝাতে সক্ষম হন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এস এম রবিন হোসেন,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম, লাভলী, কনক,দুলাল, ও স্হানীয় নেতৃবৃন্দ।