
ডেস্ক | শনিবার, ১১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
রাজধানী ঢাকা শহরে কুয়াশার সঙ্গে বেড়েছে শীত। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ যদিও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামীকাল রোববার থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে।
এরমধ্যে সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেছেন, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে।
এদিকে চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর । এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে একদফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া বছরের শুরুতেই বৃষ্টিও হয়েছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে।
Posted ১০:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar