অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি ২০১৮ | ৭:৪৭ অপরাহ্ণ
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচে ৯১ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামীকাল ২৫ জানুয়ারি নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
আর এই টুর্নামেন্টের কোনো ম্যাচ হারতে চান না বলেই জানিয়ে দিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ‘
তিনি আরও বলেন, ‘যেভাবে বোলাররা ভালো করছে, যেভাবে নিয়ন্ত্রিত বোলিং হচ্ছে, অনেক দিন নতুন বলে উইকেট পাচ্ছিলাম না আমরা। এই সিরিজে নতুন বলে আমাদের শুরুটা ভালো হচ্ছে। ‘