আজকের অগ্রবাণী ডেস্ক: | ১০ এপ্রিল ২০১৭ | ১০:৩৬ অপরাহ্ণ
আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাসের বক্তব্যের জবাব দিতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান।
এর আগে আজ সোমবার চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন পর শিশু সন্তানসহ উপস্থিত হন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে। সেখানে বোম ফাটান এই ঢাকাই ছবির নায়িকা। শুধু শাকিব খানের সাথে যে বিয়েই হয়েছে তা নয় শাকিব খানের সন্তানের মাও হয়েছেন তিনি। শাকিব খানও বিয়ের কথা গণমাধ্যমের নিকট স্বীকার করেছেন। এমনকী ছেলের দায়িত্বও নেবেন বলে জানিয়েছেন।
অপু বিশ্বাসের এই লাইভ অনুষ্ঠান আজ টক অদ্য কান্ট্রিতে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় শাকিব খান আগামীকাল এই সংবাদ সম্মেলন আহবান করেছেন। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপুর। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই ও আমার মা। খুব গোপনে বিয়ে হয়। ফরিদপুর থেকে কাজী এনে রেজিস্ট্রি করে বিয়ে করানো হয়।