
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | বুধবার, ০১ এপ্রিল ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ নুর ইসলাম শিকদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি চালের গুদাম থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশ।
নুর ইসলাম শিকদার কাশিয়ানী উপজেলার ধীরাইল গ্রামের মৃত বেলায়েত হোসেন ওরফে বাসি শিকদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ব্যবসায়ী একটি নারীকে নিয়ে তার চাউলের গুদামের ভিতরে প্রবেশ করে সাটার লাগিয়ে দেয়। বিষয়টি দেখে স্থানীয়রা রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’
স্থানীয়রা জানিয়েছেন, নুর ইসলাম শিকদার এর আগেও একাধিকবার এ ধরণের ঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar