নিজস্ব প্রতিনিধি | ১৯ জুন ২০১৮ | ৮:১৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় পার্টি (জাপা)র প্রার্থী জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শেখ মান্নান (মুন্নু) ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার বিকালে উপজেলা ভাটিয়াপাড়া বাজার, ভাটিয়াপাড়া চৌরাস্তা মোড়, মঙ্গলবার কাশিয়ানী সদর বাজার ও ডাকবাংলোর সামনে গণসংযোগ ও মিছিল করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্টি অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মো. আলী আজম সিকদার লিটন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খলিফা, সাংগঠনিক সম্পাদক সনিল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব শেখ, রোমান সিকদার, শাওন, আবুল কালাম কালু, মো. ইমদাদ মোল্যা প্রমুখ।
শেখ মান্নান (মুন্নু) বলেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ দল থেকে আমি মনোনয়ন প্রত্যাশী এবং শতভাগ নিশ্চিত। আমি পল্লীবন্ধু এরশাদের নির্দেশে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি।
তিনি আরও বলেন, কাশিয়ানী উপজেলার মানুষ আগামীতে পরিবর্তন চাচ্ছেন। পরিবর্তনের এখন হাওয়া বইতে শুরু করেছে। জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসলে সর্বক্ষেত্রেই উন্নয়ন হবে। আপনারা জানেন পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদ ক্ষমতায় থাকাকালে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আবারও উন্নয়ন করতে চাই। জাতীয় পার্টি আগামী নির্বাচনে হবে দেশের টার্নিং পয়েন্ট। জাতীয় পার্টি দেশের মানুষকে শান্তি দিতে চায়। তাই আপনারা ভোট দিয়ে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় আসার সুযোগ দিন।