কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৫২ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মুজিব শতবর্ষে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কাশিয়ানী রেলওয়ে মাঠে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডিলার ঝর্ণা ইলেকট্রনিক্সের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহাসিন শেখ, সাধারণ সম্পাদক হাসানুর রহমান।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গারের ডিলার মোঃ আজিম মোল্যা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, সাংবাদিক পরশ উজির প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে কাশিয়ানী বনাম সরাইকান্দির দল অংশ গ্রহণ করে।