কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: | ০১ জুলাই ২০১৮ | ২:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দুই মাদক ব্যবসায়ীসহ চার জুয়াড়ীকে গত শনিবার রাতে হাতেনাতে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার তারাইল ফুকরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার দারোগা মোঃ ফারুক-২ মাদক ব্যাবসায়ী গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদীঘলিয়া গ্রামের নায়েব আলী মোল্যার ছেলে মোঃ মাহাবুব হোসেন মোল্যা (৪০) এবং কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের মোঃ কালাম মোল্যা ওরফে কালা মিয়ার ছেলে মোঃ মোকলেছ মোল্যা (৩৫)কে ১৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কাশিয়ানী থানার ও.সি. মোঃ আজিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকায় অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কাশিয়ানী থানার দারোগা মোঃ ফারুক-২ উপজেলার কামারোল গ্রামের আক্কাস মোল্যার বাঁশ বাগান থেকে শনিবার গভীর রাতে
উপজেলার তিলছড়া গ্রামের মোঃ সাদেক মোল্যার ছেলে মোঃ আল আমিন মোল্যা (৬৫), মোঃ ছোরাফ মোল্যার ছেলে মোঃ রফিক মোল্যা (৩২), আল আমিন মোল্যার ছেলে মোঃ হোসেন মোল্যা (৩৪), কামারোল গ্রামের মোঃ আইয়ুব আলী মোল্যার ছেলে মোঃ আজাদ মোল্যা (৩৯) কে জুয়া খেলার সময়ে হাতেনাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।