
ডেস্ক | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ-রাজশাহী লাইনের কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় শাহিনুর।
সকালে মামা বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিলেন শাহিনুর। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘টু্ঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শাহিনুর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।
Posted ৩:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar