
গিয়াস উদ্দীন | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে চোরের উপদ্রব বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। চোরদের উপদ্রবে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। গত এক সপ্তাহে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গেড়াখোলা বাজারের ব্যবসায়ী রাসেলের ২টি অটো ভ্যান চুরি হয়েছে। বাগিয়া স্কুল, গেড়াখোলা স্কুল, আড়পাড়া স্কুলের ডিজিটাল সাউন্ড সিস্টেম চুরি হয়েছে। হোগলাকান্দি থেকে কবিরের নসিমন চুরি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েকদিন বেশি শীত পড়ায় চোররা অধিকতর সক্রিয় হয়ে উঠেছে।
ভুক্তভোগীরা মনে করে, এলাকায় নিয়মিত টহল, পুলিশের কাছে চোরদের যে তালিকা আছে তা ধরে গ্রেফতার অভিযান চালালে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এখন থেকে আমি ওই এলাকাগুলোতে নিয়মিত টহলের ব্যবস্থা করবো। যারা সন্দেহভাজন আছে তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি চাই কাশিয়ানীর প্রতিটি মানুষ শান্তিতে ঘুমাক। আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar