কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | ১১:৩৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এ, এস, এম মাঈন উদ্দিন।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন জানান, উপজেলার হাতিয়াড়া এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা সরকারি খাল থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে দু’টি ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওই স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতার মদদে সরকারি খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল। এই বালু উত্তোলনের ফলে ব্রিজ, রাস্তা, ঘর-বাড়ি ও ফসলী জমি হুমকির মুখে পড়ে।