কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ২৭ আগস্ট ২০১৭ | ১১:৫২ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বেথূড়ী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধাংশু কুমার ভৌমিক গত শুক্রবার রাতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাড়ী উপজেলার বিদ্যাধর গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শনিবার তার নিজ বাড়ীতে তাকে কবর দেয়া হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে।