নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর ২০১৭ | ৪:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবাসহ শিশির শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে মাদক আইনে কোর্টে প্রেরণ করা হয়। শিশির ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের সিদ্দীক শেখের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত ৮টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে কাশিয়ানী ভূমি অফিসের সামনে থেকে শিশিরকে ৯পিস ইয়াবাসহ আটক করে । পরে বৃহস্পতিবার মাদক আইনে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ আলীনুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।