
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাবুল মোল্যা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
বাবুল মোল্যা উপজেলার পোনা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরে ভূ-উপগ্রহ কেন্দ্রে চাকরি করতেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তি শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও চিকিৎসা সেবা না পেয়ে বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে কাশিয়ানী হাসপাতালে পথে মারা যান।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।
Posted ২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar