কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি: | ১৯ নভেম্বর ২০১৭ | ৩:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে পুলিশের ভুয়া দারোগা পরিচয়ে ছিনতাই করতে গেলে পুলিশ তিন যুবককে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতাকৃতদের গতকাল রবিবার গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানাগেছে, গত শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে ইজিবাইক চালক মোঃ জাহিদ মুন্সি (৩০)কে সাব-ইন্সপেক্টর পরিচয় দেয় এক যুবক। সে কাশিয়ানী থানায় আসার জন্য মুকসুদপুর চৌরঙ্গী থেকে জাহিদের ইজিবাইকটি রির্জাভ করে। কাশিয়ানীর এমএ খালেক বিশ্ব বিদ্যালয় কলেজের কাছে আসলে তার সাথে যশোর হ-১৪-৬৬৮৫ নম্বরের একটি মটর সাইকেলসহ দুই যুবক যোগ দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময়ে ইজিবাইক চালক মোঃ জাহিদ মুন্সির চিৎকারে আসে পাশের লোকজন তাদের পিছন থেকে তাদেরকে ধাওয়া করে।
কাশিয়ানী থানার টহলরত এস আই শীতল চন্দ্র পাল, এ এস আই আব্দুস ছামাদ, এ এস আই আল মামুন পিছন থেকে তাদেরকে দাওয়া করে এবং ওই তিন ছিনতাইকারি ভূয়া সাব-ইন্সপেক্টর পরিচয় দানকারি নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের কাজি শিহাব উদ্দিনের ছেলে কাজি শরিফুল ইসলাম (৩২), তার অপর দুই সঙ্গী একই উপজেলার হাসলা গ্রামের আব্দুস ছালাম মোল্যার ছেলে মোঃ তৌহিদুজ্জামান মোল্যা (৩০), বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোঃ বসার শেখের ছেলে হৃদয় সেখ (৩০)কে ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইক ও তাদের সাথে থাকা একটি প্লাটিনা মটর সাইকেলসহ হাতে নাতে গ্রেফতার করে।
বিষয়টি কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ একেএম আলীনূর হোসেন পিপিএম নিশ্চিত করে বলেন,তারা আশে পাসের জেলা গুলিতে এ ধরণের অপরাধ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।