মোঃ তাইজুল ইসলাম টিটন: | ১৬ আগস্ট ২০১৭ | ৫:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়। উপজেলার খায়েরহাট বেলতলা বাজারে শোক সভার আয়োজন করে খায়েরহাট ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও স্থানীয় জনতা।
বুধবার অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির মহিলা সহ-সভাপতি এ্যাড: উম্মে রাজিয়া কাজল এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হিরু মুন্সীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুরুল আলম জুন্নু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এমএ খায়ের মিয়া, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদ্দুসুর রহমান, মোহাম্মদ আলী খোকন, মুক্তিযোদ্ধা মোহসীন আলী সোনা মিয়া, এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি হানিফ মাহমুদ, ব্যাংকার দাউদ হোসেন শেখ, স্থানীয় আওয়ামী লীগ নেতা করম আলী শিকদার, শেখ লিয়াকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, ছাত্রলীগ নেতা তুহিন খান, সমীর শেখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: উম্মে রাজিয়া কাজল এমপি বলেন, দেশের উন্নয়নকে বেগবান করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই জাতীয় শোক দিবসের এই শোককে শক্তিতে পরিনত করে আগামী দিনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।। জামাত-শিবিরের মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে। শোক সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।