
গিয়াস উদ্দীন | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নিহত চার শিক্ষার্থীর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে জয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়।
নিহতরা হলো- উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫), দশম শ্রেণীর ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মোঃ সোহান (১৫), দশম শ্রেণীর ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)।
জানা গেছে, উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায়। পরে তারা একটি মটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া কালুখালীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাশিয়ানী থানার এ, এস, আই রতন বৈরাগী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বন্ধু মিলে একটি প্লাটিনা মটর সাইকেল যোগে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেলক্রসিং পার হতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar