প্রসীদ কুমার দাস:- | ১৫ মার্চ ২০১৮ | ৯:৪৩ অপরাহ্ণ
কাশিয়ানীতে শুরু হয়েছে কৃষকদের ডাল জাত ফসল কলাই ঘরে তোলার উৎসব। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আর সেই কৃষি কার্যের চাকা সচল রাখতে অগ্রণী ভূমিকা রাখে আমাদের দেশের কৃষক ভাইয়েরা। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রোদ,বৃষ্টি, ঝড় উপেক্ষা করে সোনার ফসল ফলান কৃষক।
তাদের সকল কষ্টের অবসান ঘটে সোনার ফসল ঘরে তোলার মাধ্যমে। কৃষকদের কাছে ফসল তোলার সময়টা একটা উৎসবের মত।
তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানীতে শুরু হয়েছে কৃষকদের ডাল জাত ফসল কলাই ঘরে তোলার উৎসব।
কৃষকদের কাছে কলাই এর ফলন সম্পর্কে জানতে চাইলে তারা “আজকের অগ্রবাণী” কে জানায় যে এ বছর ফসল বোনার পরে ঘন বৃষ্টির কারনে কলাই এর চারা কম জন্মালে ও গাছে তুলনা মূলক ভাবে ফল অন্যান্য বছরের চেয়ে বেশি আছে।
কলাই গাছে ফল বেশি থাকায় তারা কলাইয়ের ফলন ও বেশি পাবে বলে প্রত্যাশা করে।