পরশ উজির: | ২২ আগস্ট ২০১৭ | ১১:৩২ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পানিতে ডুবে রাজু শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বারাশিয়া নদীতে এ ঘটনা ঘটে। রাজু শেখ ভাটিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
রাজু শেখ কাশিয়ানী উপজেলার বরাশুর পশ্চিমপাড়ার টুকু শেখের ছেলে।
কাশিয়ানী সদরের ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান আজকের অগ্রবাণী কে জানান, রাজু শেখ ও তার বন্ধুরা দুপুর ২টার দিকে বারাশিয়া নদীতে ছুট খেলছিলো। কিন্তু হটাৎ তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজা খুঁজি করতে থাকে এক পর্যায়ে ৩ টার দিকে বরাশুর ঘাটে তার লাশ পাওয়া যায়। আগামীকাল ২৩ তারিক সকাল ৮টার দিকে তার জানাজা অনুষ্টিত হবে।