কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | ১৩ ডিসেম্বর ২০১৭ | ৬:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ মিষ্টি ব্যবসায়ীকে নিম্নমানের খাবার তৈরী ও বিক্রির দায়ে ১৩,০০০/- টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মোক্তাদির হোসেন গত মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে স্বপন মিষ্টান্ন ভান্ডারকে ৪,০০০/- টাকা, ভাইভাই মিষ্টান্ন ভান্ডারকে ৩,০০০/ টাকা, কাশিয়ানী মিষ্টি ঘরকে ৪,০০০/- টাকা ও সম্রাট মিষ্টান্ন ভান্ডারকে ২,০০০/- টাকা, মোট ১৩,০০০/- জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা স্যানেটারী ইনসপেক্টর আহম্মদ আলী এসময় তার সাথে ছিলেন।