লিয়াকত হোসেন লিংকন: | ১৬ জুলাই ২০১৭ | ৯:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি রাস্তার ইট তুলতে বাঁধা দেয়ায় মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সীতারামপুর-সিংগা সরকারি রাস্তা থেকে ওই গ্রামের প্রভাবশালী আব্দুল হান্নান মোল্যা ইট তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী নূর জাহান বেগম ইট তুলতে বাঁধা দেয়।
এ নিয়ে হান্নান মোল্যার ছেলে ইমরান মোল্যা ও নুর জাহান বেগমের ছেলে সোয়েব মোল্যার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।
পরে হান্নান মোল্যার লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে নুরজাহান বেগম ও তার ছেলে সোয়েব মোল্যাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত নুর জাহান বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদেরকে হান্নান মোল্যা ও তার ছেলে বেধড়ক মারপিট করে। আমরা হান্নান মোল্যার ভয়ে হাসপাতাল থেকে বাড়িতেও যেতে পারছি না।’
এ ব্যাপারে আব্দুল হান্নান মোল্যা ইট তুলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরণের কোন ঘটনা ঘটেনি, পূর্বশত্র”তার জের ধরে আমাকে হয়রানী করার চেষ্টা করছে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।