কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সহপাঠির হাতে খুন মামলার প্রধান আসামী শাহ আলমকে শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার রামদিয়া শশী কোমল বিদ্যাপিঠের ৭ম শ্রেণীর ছাত্র পুইসুর গ্রামের মোঃ বাদশা শিকদারের ছেলে মোঃ শাহ আলম (১৪) এবং সহপাঠি (বন্ধু) ৭ম শ্রেণীর ছাত্র জোতকুরা গ্রামের হানিফ মোল্যার ছেলে বরকতউল্লাহ প্রিন্স (১৪) রামদিয়া বাজারের পাশে ব্রাইট কোচিং সেন্টারে মঙ্গলবার সকালে কোচিং করার সময়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। এর পর দুইজনই শশী কোমল বিদ্যাপিঠ স্কুলে আসে। স্কুলের পাশেই আবার তর্ক-বিতর্কের এক পর্যায়ে বরকতউল্লাহ প্রিন্সের পেটে ধারালো ছোরা ঢুকিয়ে দেয় তার সহপাঠি মোঃ শাহ আলম। আহত অবস্থায় বরকতউল্লাহ প্রিন্সকে ফেলে পালিয়ে যায় শাহ আলম । আহত বরকতউল্লাহ প্রিন্সকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যূ হয়।
নিহত বরকতউল্লাহ প্রিন্সের পিতা মোঃ হানিফ মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারি অফিসার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক মোঃ শাহ্ জালাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং শনিবার তাকে গোপালগঞ্জ কোটে হাজির করে।