নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর ২০১৭ | ২:১২ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সহপাঠীর ছুরিকাঘাতে বরকতুল্লাহ প্রিন্স নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।
নিহত বরকতুল্লাহ উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ও জোতকুরা গ্রামের হানিফ মোল্যার ছেলে।
রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: হাদী আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বরকতুল্লাহ সকালে স্কুলে আসে। পরে তার সহপাঠি শাহ আলম সিকদার স্কুলের অদূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার বাবার কাছে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’