পরশ উজির: | ২৭ জুলাই ২০১৭ | ৪:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৪৪ ধারা তোয়াক্কা না করে বসত ভিটা দখলের পায়তারা করছে একটি চক্র।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের নাওরা ভাদুলিয়া গ্রামের তোতা শেখের ছেলে আজিজুর শেখ মাতৃসূত্রে পাওয়া জমির উপর দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু হটাৎ করে গত মাসের উনিশ তারিখে একই গ্রামের মৃত রহমান শেখের ছেলে এবাদত শেখ ও সাহাদত শেখ বেশ কিছু লোকজন নিয়ে বাড়ির ভিতর জোরপূর্বক প্রবেশ করে এবং জমির কিছু অংশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলে। আজিজুর শেখ বাধা দিতে আসলে বসত বাড়ি ভেঙ্গে ফেলা ও গাছপালা কেটে নেওয়ার হুমকী দেয়।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এবিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।