পরশ উজির | ০৭ অক্টোবর ২০১৭ | ১:৫৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে খায়ের হাট যুব সমাজের উদ্যোগে শিকদার পাড়ায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পোনা আদর্শ গ্রাম ৩-০ গোলে বাগঝাপা গ্রামকে পরাজিত করে।
আলমগীর মুন্সী ও কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি তুহিন কাজী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে টেলিভিশন তুলে দেন।
সার্বিক পরিচালনায় ছিলেন করম আলী শিকদার, রেফারিতে ছিলেন সাবেক হাডুডু খেলোয়াড় আরোব আলী শিকদার ও চেরাক শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, নাটা কবির, কালু মিয়া, সুমন মুন্সী, পিটার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।