নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর ২০১৭ | ৬:০৬ অপরাহ্ণ
অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের ৯নং ও নিজামকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেথুড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সুমন উর রহমান (গাউজ) এবং নিজামকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মানিক রায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত ছিল।
প্রসঙ্গত, চলতি বছরে বেথুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শুধাংশু কুমার ভৌমিক বার্ধক্যজনিত কারণে এবং নিজামকান্দি ইউনিয়নের ৮নং ইউপি সদস্য বাদল বিশ্বাস নিজ পেটে ছুরিকাঘাত করে মারা যাওয়ায় পদ দু’টি শূন্য হয়।